ওরা আমাদের হত্যা করছে’, অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ভারত-চিন-ব্রাজিলকে তোপ ট্রাম্পের

৪ আগস্ট : দ্য স্কট জেনিংস রেডিও শোতে বক্তৃতা দিতে গিয়ে  বুধবার ট্রাম্প বলেন, ‘চিন আমাদের শুল্ক দিয়ে হত্যা করে, ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করে, ব্রাজিল আমাদের শুল্ক দিয়ে হত্যা করে। আমি বিশ্বের যেকোনও মানুষের চেয়ে শুল্ক ভালোভাবে বুঝতে পেরেছি। ভারত ছিল বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশ, এবং আপনি কি জানেন, তারা আমেরিকাকে কোনও শুল্ক প্রদান করেনি।’ এরপরই তার সংযোজন, ‘যদি আমি শুল্ক না চাপাতাম তাহলে তারা কখনই এই প্রস্তাব দিত না, তাই আপনার শুল্ক আরোপ করা উচিত।’ ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দর কষাকষির ক্ষমতা হয়েছে।’

সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ ‘একতরফা বিপর্যয় (One Sided Disaster)’। তাঁর দাবি, উচ্চ শুল্কের কারণে আমেরিকা ভারতে পণ্য বিক্রি করতে অক্ষম। ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘…তারা আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে, আমরা তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, কিন্তু আমরা খুব কম বিক্রি করি, এখনও পর্যন্ত সম্পূর্ণ একতরফা সম্পর্ক, এবং এটি বহু দশক ধরে। কারণ হল ভারত এখন পর্যন্ত আমাদের উপর এত উচ্চ শুল্ক আরোপ করেছে, যে কোনও দেশের তুলনায় আমাদের পণ্য আমরা ভারতে বিক্রি করতে অক্ষম। এটি সম্পূর্ণ একতরফা বিপর্যয়।’

Spread the News
error: Content is protected !!