জিরিবামের জঙ্গলে গোলাগুলি, হত তিন

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : কোনও ভাবে শান্ত হচ্ছে না মণিপুর। রাজ‍্যের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আজ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।অত‍্যাধুনিক ড্রোন, রকেট হামলা নিয়ে উত্তপ্ত মণিপুর। ইম্ফলের ঘটনার পর এবার জিরিবামে পরিস্থিতি থমথমে। অসম সীমান্তবর্তী জিরিবাম জেলায় শনিবার ভোর পাঁচটা থেকে গোলাগুলি শুরু হয়েছে। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় ঘন জঙ্গল রয়েছে। এই জঙ্গলে শনিবার ভোর থেকে কুকি বনাম মৈতৈ জঙ্গি গোষ্টির মধ্যে গুলির লড়াই অব‍্যাহত রয়েছে। দুই পক্ষের গুলির লড়াইয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর চাউর হয়েছে। মৈতৈ সম্প্রদায়ের এক যুবক ও কুকি সম্প্রদায়ের দুই যুবকের মৃত্যু ঘটেছে বলে জানা যায়। তবে গুলির লড়াই অব‍্যাহত রয়েছে। রশিদপুর চা বাগান অঞ্চলে প্রায় ২০/২৫ পরিবারের বসতি রয়েছে। তারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

শনিবার ভোরে দুই পক্ষের গুলির শব্দে মানুষের ঘুম ভেঙেছে। জিরিবামের প্রত‍্যন্ত অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত। দুই পক্ষের গুলির লড়াইয়ে তিনজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

জিরিবামের জঙ্গলে গোলাগুলি, হত তিন
জিরিবামের জঙ্গলে গোলাগুলি, হত তিন

Author

Spread the News