স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, আতঙ্ক
৪ আগস্ট : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন। জ্বলছে একের পর এক কামরা। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছোনোর পরই ঘটে দুর্ঘটনা। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। সেই আগুন বি৬ এবং বি৭ কামরায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছোন রেলকর্মীরা। দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। এরপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নেভানোর কাজ চলছে।
জানা গিয়েছে, ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে। তারপর সেখান থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। বিশাখাপত্তনমে এক্সপ্রেসটি পৌঁছোনোর পরই দুর্ঘটনা ঘটে। এর জেরে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে। কীভাবে ট্রেনে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।