বরাক হাইলাকান্দিতে ৬টি রিলিফ ক্যাম্পে এখনও ৮১৪ জন June 9, 2025June 9, 2025 Ashu Choudhury hailkandi newsবরাক তরঙ্গ, ৯ জুন : হাইলাকান্দি জেলার ৫৫ টি রাজস্ব গ্রামে এখনও ৩৩ হাজার ৮৩৮ জন লোক জলমগ্ন রয়েছেন। জেলার ৬টি রিলিফ ক্যাম্পে এখনো ৮৪১জন শরণার্থী আশ্রিত রয়েছেন। সোমবার প্রশাসন থেকে ৬০ কুইন্টাল ৯২ কেজি পশু খাদ্য রিলিফ হিসাবে বণ্টন করা হয়েছে।Spread the News