প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের জননীকে খুন, ধৃত যুবক

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করল এক যুবক। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় শ্রীভূমি জেলার বদরপুর থানার মির্জাপুর মান্দপাড়া গ্রামে। প্রেমের প্রস্তাব না মানায় প্রতিবেশী যুবকের হাতে প্রাণ হারালেন দুই সন্তানের জননী সজনা বেগম (৩৫)। মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মা রেনু বিবি। পুলিশ অভিযুক্ত যুবক সাব্বির আহমদকে গ্রেফতার করেছে।

রানু বিবির অভিযোগ অনুসারে রবিবার রাত সাড়ে এগারোটায় এই ঘটনা সংঘটিত হয়েছে। হত সজনা বেগমের মা রেনু বিবি জানান, শেরালিপুর গ্রামের সোনা মিয়ার ছেলে সাব্বির অসৎ উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মির্জাপুর মান্দপাড়া গ্রামের তার ঘরে হঠাৎ প্রবেশ করে মেয়ে সজনা বেগমের উপর হামলা চালিয়ে হত্যা করে। তার অস্ত্রের আঘাতে মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। মেয়ের চিৎকারে তিনি বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন। প্রতিবেশী সাব্বির ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে আক্রমণ করে। তার হাতে পায়ে ধারালো অস্ত্রের কোপ লাগে। এরপর তিনি আহত অবস্থায় হল্লা চিৎকার করে আশপাশের লোকজন ডেকে জমায়েত করেন। কিন্তু হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সোমবার পুলিশ সাব্বিরকে গ্রেফতার করে।

Spread the News
error: Content is protected !!