বলেরো গাড়ির চাকায় পিষ্ট যুবক, শোকাহত সলগই
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : বলেরো পিকআপ ভ্যানের চাকার চাপায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানা অধীন সলগই জিপির এগারো নম্বর লাইনে। জানা গেছে সোমবার রাত আটটা নাগাদ স্থানীয় প্রয়াত নন্দলাল লোহারের বছর ত্রিশের ছেলে রাধেশ্যাম লোহার গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির লাগোয়া গ্রাম্য সড়কের পাশে বসে বিশ্রাম করছিল। তখন এএস ১০ বিসি ২৫৮০ নম্বরের একটি বলেরো পিকআপ ভ্যান চালক গাড়ির ব্যাক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চালকের অসাবধানতায় গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয় রাধেশ্যাম।পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে পাথারকান্দি ও শেষে শিলচর মেডিক্যাল নিয়ে যাবার পথে মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই তদন্তে নামে বাজারিছড়া পুলিশ।
মঙ্গলবার সকালে থানার এসআই প্রভাকর চৌধুরী মৃতদেহ উদ্ধার করে সার্কল অফিসারের মাধ্যমে এনকুয়েস্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। জানা গেছে, ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। মৃতের মা সহ এক ভাই রয়েছেন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে বৃহত্তর এলাকায়।
