সলগইয়ে বিলে মাছ ধরতে জলে ডুবে মৃত্যু যুবকের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ জুন : প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনও কাটেনি। তারই মাঝে ঘটে গেল এক অঘটন। মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন এক দিনমজুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পাথারকান্দির সলগইয়ে।

জানা গেছে, বাজারিছড়া থানা অধীন  সলগই চা-বাগানে এক শ্রমিক বন্যানিমিত জমাজলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল। মৃত ব্যক্তির নাম চন্দন কেঁওট (৪০)। তিনি সলগই শিবমন্দির এলাকার পুরান পুখুরি লাইনের বাসিন্দা ছিলেন। এ দিন সকালে চন্দন তাঁর এক বন্ধুর সঙ্গে স্থানীয় সাধুকুটি বিলে মাছ ধরতে যান। দীর্ঘদিনের বর্ষণের ফলে বিলটিতে বিপজ্জনকভাবে জল জমে ছিল। চন্দন সাঁতার জানতেন না। মাছ ধরার সময় হঠাৎই পা ফসকে গভীর জলে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তবে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

সলগইয়ে বিলে মাছ ধরতে জলে ডুবে মৃত্যু যুবকের

খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। চন্দন অবিবাহিত ছিলেন এবং জীবিকা নির্বাহের জন্য দৈনিক শ্রমে যুক্ত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি একপ্রকার নিঃস্ব হয়ে পড়েছে।এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা সরকারের পক্ষ থেকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য সাব-ডিভিশনাল অফিসার (SDO), ডেপুটি কমিশনার (DC) এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!