পাইকানে পুলিশ ও উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : উচ্ছেদ নিয়ে কৃষ্ণাইর পাইকান বনাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পাইকানের আশুডুবিতে পুলিশের এবং উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু ঘটে এক যুবকের। পুলিশের গুলিতে নিহত যুবকের নাম শাকুয়ার হুসেন (২২)। আহত হয়েছেন কাসুমুদ্দিন আলি সহ বেশ কয়েকজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

উচ্ছেদ হওয়া কিছু মানুষ পুলিশের দিকে পাথর ছুঁড়ে। পুলিশ এবং বন কর্মকর্তারা আত্মরক্ষার জন্য আকাশে গুলি চালান। সহিংসতায় ১৫ জন পুলিশ আহত হয়েছেন।

উচ্ছেদ স্থলে পাহারায় ছিল পুলিশ এবং বন বিভাগের কর্মীরা। তবে, উচ্ছেদের পরও অনেক অবৈধ দখলদার এলাকায় রয়ে গেছে। উচ্ছেদকৃতরা প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করেছিল। এরপরই ঘটে হিংসাত্মক ঘটনা। উল্লেখ্য, ১২ জুলাই পাইকানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল।

Spread the News
error: Content is protected !!