ইজরায়েলে হামলার মাত্রা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর
৩০ আগস্ট : গাজায় ইজরায়েলের চলমান ভয়াবহ আগ্রাসন ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের হামলার মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে তেলআবিবকে বাধ্য করা হবে। এই ঘোষণায় ইয়েমেন ও মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি শুক্রবার (২৯ আগস্ট) সরকারি সংবাদ সংস্থা সাবা-কে এক সাক্ষাৎকারে জানান, গাজা ও ইয়েমেনের প্রতি ইজরায়েলের আগ্রাসন কোনও শক্তির নিদর্শন নয়, বরং প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন। এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে। এই হুঁশিয়ারি আসে ইজরায়েলের বিমান হামলায় সম্ভাব্য হত্যাচেষ্টার অভিযোগের ঠিক একদিন পর।
সাক্ষাৎকারে আল-গামারি বলেন, “গাজায় কিংবা ইয়েমেনে জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয়; বরং এটি প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন। এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে।” তিনি উল্লেখ করেন, ইজরায়েলের বিমান হামলায় সম্ভবত ইয়েমেনি কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, যার মধ্যে তিনি নিজেও রয়েছেন। এই বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয়েছিল। এর আগে জুন মাসেও আল-গামারি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।