পুর নিগমের নতুন ওয়ার্ডের কমিটি গঠনে জোরদার প্রচার মহিলা কংগ্রেসের
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের নতুন ওয়ার্ডের কমিটি সম্পূর্ণ করার জন্য জোরকদমে কাজ চালাচ্ছে শিলচর জেলা মহিলা কংগ্রেস। নিগমের ওয়ার্ড নম্বর ০৩, ১৪, ১৫, ১৭, ২৫ এবং ৩২–কে বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা মহিলা কংগ্রেস এবং এভাবে আরও অনেক নতুন ওয়ার্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। তদুপরি, অন্যান্য ওয়ার্ডগুলোতেও আসন্ন পুর নির্বাচনের কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে গ্রুপ আলোচনা এবং ছোট ছোট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শিলচর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় জানিয়েছেন, তিনি শিলচর পুর নিগমে অন্তর্ভুক্ত নতুন এলাকাগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন, যাতে দৃঢ় বন্ধন তৈরি হয়, এবং অচিরেই নতুন নেতৃত্ব বিকশিত হতে পারে, যা সময়ের চাহিদা। অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মজুমদার (ভারপ্রাপ্ত শিলচর জেলা মহিলা কংগ্রেস) বলেছেন, মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে, এমনকি অন্যান্য ওয়ার্ডেও, শক্তিশালী মহিলা প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে থাকবেন এবং শিলচর জেলা মহিলা কংগ্রেস এ বিষয়ে চমৎকার কাজ কর যাচ্ছে।এ ধরনের গ্রুপ মিটিং ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে, কারণ স্থানীয় নেতৃত্ব যেমন অনিতা দাস, কবিতা সিনহা, রুমা বেগম, লাকি বেগম মজুমদার, শিপ্রা দেব, সুমিত্রা সিংহা, বিনাপাণি সিংহা এবং অন্যান্যদের মতো মহিলারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
সম্প্রতি রামনগর, আঙ্গারজুর, মণিপুরি বস্তি (তারাপুর শিববাড়ি), ভাগাডর, বৈজন্তীপুর এবং শিলচর পুর নিগমের অধিনে অন্যান্য এলাকায় ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়েছে ও চলবে। শিলচর শহরের চারটি জোনের সভানেত্রীরা তাঁদের নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন
পূর্ব জোন- যশোদা সিনহা, পশ্চিম জোন– চন্দা দে, উত্তর জোন– পুষ্পাবতী রায় এবং দক্ষিণ জোন – শিপ্রা গুপ্তা। শিলচর জেলা মহিলা কংগ্রেস আসন্ন নির্বাচনে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত।