জয়ী জেকে টায়ার ক্লাব
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : নিয়াইরগ্ৰাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির টুর্নামেন্টে জয়ী হল জেকে টায়ার ক্লাব, বাগপুর। রবিবার সোনাবাড়িঘাট ফেরি সংলগ্ন বাগপুর মাঠে ১-০ গোলে হারায় জয়বাগান ক্লাবকে। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, টিটু লস্কর এবং প্রবীণ বর্মন। আগামীকাল এই মাঠে কোন খেলা নেই।