আরকাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, তিন দিনের মাথায় উঠে গেল পিচ

আরকাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, তিন দিনের মাথায় উঠে গেল পিচ

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি :  জরাজীর্ণ অবস্থার দরুন দীর্ঘ ১৮ বছর দুর্ভোগ পোহাতে হয়েছে আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের যাতায়াতকারীর। আন্দোলন ও প্রতিবাদ, স্থানীয় প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন-নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গতবছর সেই ৩কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। কিন্তু পিচ দেওয়ার তিনদিনের মাথায় ব্লেক টোপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকার জনগণ মঙ্গলবার প্রতিবাদ জানিয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়কে পিচ দেওয়ার তিনদিন হয়নি, হাতে উঠে আসছে সেই সড়কটির ব্ল্যাক টোপিং।সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলেন। গুণগত মান বজায় রেখে, সড়কের কাজ সঠিক ভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ।

সড়ক সংস্কার কাজের কোন ফলক বসানো হয়নি। সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ।

আরকাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, তিন দিনের মাথায় উঠে গেল পিচ
Spread the News
error: Content is protected !!