জলের তোড়ে উপড়ে পড়ল প্রাচীন বটবৃক্ষ দোহালিয়া-আনিপুর সড়কে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ মে : ক’দিনের ধারা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন। জল নিষ্কাশনের স্থায়ী পদ্ধতি না থাকায় একদিকে যেমন শহর এলাকার একাংশ জলমগ্ন অন্যদিকে বরাকের সবক’টি নদীতে অত্যাধিক জলস্ফীতি দেখা দেওয়ায় বন‌্যার পদধ্ব‌নি শোনা যা‌চ্ছে। শ‌নিবার সকা‌লে পাথারকা‌ন্দি কেন্দ্রের দোহা‌লিয়া বাজার লা‌গোয়া এক‌টি ছড়ায় ব্যাপক জলস্ফীতি দেখা দেয়। জলের তোড়ে প্রায় শতবৰ্ষ প্রাচীন একটি বটবৃক্ষ সহ শিবম‌ন্দির খ‌সে প‌ড়ে। ফ‌লে ছোট্ট ম‌ন্দির‌টি জ‌লের গভী‌রে ত‌লি‌য়ে যাবার পাশাপা‌শি বিশাল বটবৃক্ষটি আচ‌ড়ে প‌ড়ে আ‌ছিমগঞ্জ-আ‌নিপুর পূর্ত সড়‌কের উপর। এ‌তে মুহূর্তে ব্যস্ততম এই রু‌টে যান বাহন চলাচল ব্যাহত হওয়া সহ বিদ‌্যুত সং‌যোগও বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়।‌

জলের তোড়ে উপড়ে পড়ল প্রাচীন বটবৃক্ষ দোহালিয়া-আনিপুর সড়কে

বিষয়‌টি তাৎক্ষ‌নিক ভা‌বে বিভাগীয় কর্তৃপ‌ক্ষের নজ‌রে আনা হ‌লেও কা‌জের কাজ কিছুই হয়‌নি ব‌লে অ‌ভি‌যোগ স্থানীয়দের। প‌রে স্থানীয় বিজেপির কর্মকর্তা তাপস পাল ও দেবা‌শিস ভৌ‌মি‌কের নেতৃ‌ত্বে এলাকার যুব‌কেরা নি‌জে‌দের প্রচেষ্টায় ভেঙে পড়া বটগাছ কে‌টে সড়ক প‌রিষ্কার ক‌রে দেন। এ‌তে প্রায় তিন ঘণ্টা পর এই সড়‌কে যান বাহন চলাচল স্বাভা‌বিক হলেও এই প্রতিবেদন পাঠানো অবধি গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

Spread the News
error: Content is protected !!