ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ফকিরাবাজারে উত্তাল প্রতিবাদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শ্রীভূমি জেলার ফকিরাবাজারে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ করল অল অসম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়ন।

রবিবার আমসু-র নেতৃত্বে এই প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক সবাই একযোগে অংশগ্রহণ করেন। তাদের দাবি ধর্মীয় ও সংখ্যালঘু সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং জনবিরোধী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে।

আমসুর প্রতিনিধিরা বলেন, “আমরা এই আইন মেনে নিতে পারি না। এটা আমাদের ধর্মীয়, সামাজিক অধিকার হরণের চক্রান্ত। যতক্ষণ না সরকার এই বিল প্রত্যাহার করে, আমাদের আন্দোলন চলবে। এই জমি আমাদের পূর্বপুরুষদের আমানত। এটা কোনও সরকার বা প্রশাসন কেড়ে নিতে পারে না।”

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ফকিরাবাজারে উত্তাল প্রতিবাদ

এদিনের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে প্রতিবাদকারীদের দৃঢ় অবস্থান প্রশাসনকে চাপে ফেলে। রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও, আন্দোলনকারীদের মধ্যে ছিল শৃঙ্খলা ও ঐক্য।

Spread the News
error: Content is protected !!