দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস এর উন্মোচন
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : বৃহস্পতিবার রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এদিনের অনুষ্ঠানে মূখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কাছাড়ের অ্যাসিস্টেন্ট কমিশনার বহ্ণিকা চেতিয়া। তিনি তার বক্তব্যে ভারতীয় নারীদের বিশেষ অবদানের কথা তুলে ধরেন। মানব জীবনে মহিলা ও পুরুষ উভয়ের সম অধিকার ও সম মর্যাদা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। নারীরা পুরুষের থেকে কোন অংশে পিছিয়ে নেই, আজকের ভারতীয় নারী নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেন তিনি। রাধামাধব কলেজ মহিলা সেল আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের যে ব্যবস্থা করেছে তারজন্য তাদের উচ্চ প্রশংসা করার পাশাপাশি তাকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা সেলের আহ্বায়ক তথা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ।
নারী দিবস উপলক্ষ্যে মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধিত করলো রাধামাধব কলেজ মহিলা সেল
এদিনের অনুষ্ঠানে বরাক উপত্যকার বেশ কয়েকজন প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধণা জানানো হয় মহিলা সেলের তরফে। সংবর্ধিতরা হলেন দিবিজা পাল (টেবিল টেনিস), ঝুমা দাস (কাবাডি), অংশুনাথ রাম (ক্রিকেট), অর্চনা দেব ( হকি), রুদ্রাণী সুর (ব্যাডমিন্টন) ও সীমা বাগদি (ফুটবল) ।

অনুরূপভাবে এদিন অ্যাসিস্টেন্ট কমিশনার বহ্ণিকা চেতিয়ার হাত ধরে রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ‘ক্রিয়েটিভ উইংস’ আবরণ উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বহ্ণিকা চেতিয়া বলেন, এটা কলেজের ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রষ্ফুটিত হয়েছে। তিনি দেওয়াল পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত প্রতি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান। এদিন নিজের বক্তব্যে কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, ‘ক্রিয়েটিভ উইংস’ এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিভারা তাদের শৈল্পিক ও সৃজনশীল সম্ভাবনা গুলি প্রদর্শন করার সুযোগ পায়। দেওয়াল পত্রিকা সম্পাদনার সাথে জড়িত কলেজ পড়ুয়া অভিজিৎ চৌধুরী, বর্ণমিতা ভট্টাচার্য, ঋষিকা রায়, পারমিতা পাল সহ ইংরেজি বিভাগের সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান অরুন্ধতী দত্ত চৌধুরী । এছাড়াও বক্তব্য রাখেন এসিএস দীপা দাস।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, ইংরজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক যথাক্রমে ড. কালীপদ দাশ ও ড. সূর্য্যসেন দেব, মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান ড. সিএইচ মণিকুমার সিংহ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সন্তোষ বরা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. পিয়া দাস, অধ্যাপক আশিসতরু রায়, শাওয়ন চক্রবর্তী, সোনালি চন্দ, ত্রয়ী ভট্টাচার্য প্রমুখ। সভা সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা শবনম সারংশা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ।
