আয়নাছড়া চা-বাগানে পানীয়জলের হাহাকার

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : আয়নাছড়া চা-বাগানের প্রায় ৩৫০টি পরিবার বিশুদ্ধ পানীয়জলের সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে।  আয়নাছড়া চা-বাগানের শ্রমিক সহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান, পাহাড়ি এলাকা শীতকালীন সময়ে চিরি নদীর পাথর কোয়ারির জল কমিয়ে আসে। তখনই পাথর কোয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা ২০, ২৫টি এক্সকেবেটর লাগিয়ে পাথর পাচার করার ফলে চিরি নদীর জল গোলা হয়ে যায়। সেই জল পান করতে হয় তাদের।

চিরি নদীর জল ছাড়া আয়না ছড়া বাগানের বিহিত কোন ব্যবস্থা নেই। এমন কি এক্সকেবেটর দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়া কয়েকশো বিঘা জমি চিরি নদীর কবলে ভেসে যায়। এনিয়ে বনবিভাগের ডিএফও এবং লক্ষীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়ে কোন লাভ হয়নি। বাগানের সমস্যাগুলো নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানান যাতে অতিশীঘ্রই সমস্যার সমাধান হয়।

আয়নাছড়া চা-বাগানে পানীয়জলের হাহাকার
আয়নাছড়া চা-বাগানে পানীয়জলের হাহাকার

Author

Spread the News