বাড়ির উঠোনে বন্য হাতির আক্রমণের শিকার, মৃত্যু যুবতীর, বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা! হাতির আক্রমণে বছর ত্রিশের যুবতী প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে শিলঘাটের কালিয়াবার চা-বাগানে। বোরলাইনের বাসিন্দা সঙ্গীতা সেরো নামে যুবতী  । বাড়ির উঠোনে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন মঙ্গলবার রাতে। তাঁকে  হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কলিয়াবর ও সোনারী চা-বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে শিলঘাট বনাঞ্চল রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা বন্য প্রাণীর হামলা থেকে অবিলম্বে সুরক্ষা, ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং বিদ্যুৎ-চালিত বেড়া স্থাপনে কথিত অনিয়মের জন্য জবাবদিহিতা দাবি করেন।

এই প্রতিবাদে শত শত চা-বাগান শ্রমিক ও গ্রামবাসী একত্রিত হন। তারা অভিযোগ করেন যে এলাকায় ক্রমবর্ধমান মানুষ-হাতি সংঘাত প্রতিরোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এছাড়াও তারা বন্যপ্রাণী ব্যবস্থাপনায় ত্রুটি ও সময়মতো হস্তক্ষেপের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবাদের সময় উপ-বিভাগীয় আধিকারিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শালনা বনাঞ্চল রেঞ্জ অফিসার, উপ-বিভাগীয় পুলিশ আধিকারিক, কলিয়াবর থানার পুলিশ ও নগাঁওয়ের বিভাগীয় বন আধিকারিক উপস্থিত থেকে জনসাধারণের অভিযোগ শোনেন।

কলিয়াবর ও আশেপাশের এলাকায় মানুষ-হাতি সংঘাতের ঘটনা বাড়ছে, যার পেছনে বনভূমি ধ্বংস ও দখলকে প্রায়শই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

Spread the News
error: Content is protected !!