ইজরায়েলকে সহায়তাকারী ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ জাতিসংঘের
২৭ সেপ্টেম্বর : অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইজরায়েলি বসতিগুলোতে কার্যক্রম চালানো আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানির একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন এই ডেটাবেজে বিশ্বখ্যাত প্রযুক্তি ও ভ্রমণ সেবাদানকারী কোম্পানির নামও উঠে এসেছ
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এ তালিকায় মোট ১৫৮টি কোম্পানির নাম রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, অবৈধ বসতিতে নির্মাণকাজ, নজরদারি, কৃষিজমি ধ্বংস, কিংবা ফিলিস্তিনিদের উচ্ছেদসহ মানবাধিকার লঙ্ঘনে সরাসরি জড়িত প্রতিষ্ঠানগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটির উদ্দেশ্য হলো এ ধরনের সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায়ীদের দায়বদ্ধতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্র্যান্ডও রয়েছে। এগুলো ছাড়াও তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ইজরায়েলভিত্তিক। বাকি প্রতিষ্ঠানগুলো এসেছে ১১টি দেশ থেকে—কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, পশ্চিমতীরে ইজরায়েলের বসতি স্থাপন কার্যক্রম ‘যুদ্ধাপরাধের শামিল’। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ আবারও স্পষ্ট করেছে, এটি কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাণিজ্যিক দায়িত্ববোধ জোরদারের একটি প্রচেষ্টা।
সূত্র : আল জাজিরা, খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।