শিলচরে ঝুমুরনৃত্যের চূড়ান্ত মহড়া পরিদর্শনে ঢোল বাজালেন দুই মন্ত্রী

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার তিনটি জেলার ঝুমুরনৃত্যের অংশগ্রহণকারীদের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। পরিদর্শনকালে দুই মন্ত্রী গলায় ঢোল ঝুলিয়ে বাজাতে দেখা যায়। মঙ্গলবার মন্ত্রী কৌশিক রাই, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচর টাউন ক্লাবের মাঠে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বরাক উপত্যকার তিনটি জেলার ঝুমুরনৃত্যে অংশগ্রহণকারীদের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন। এতে ১৭০ জন অংশগ্রহণ করেন। আগামী ২৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে ৮০০০
জনেরও বেশি অংশগ্রহণকারী ঝুমুর নৃত্যশিল্পীদের বৃহত্তম দলে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাঁরা নৃত্য পরিবেশন করবেন। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করারও চেষ্টা করা হবে। এই অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে মন্ত্রী বরুয়া তাদের সঙ্গে ড্রাম বাজিয়ে নাচছিলেন।  অংশগ্রহণকারীদের চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি খতিয়ে দেখেছিলেন।

শিলচরে ঝুমুরনৃত্যের চূড়ান্ত মহড়া পরিদর্শনে ঢোল বাজালেন দুই মন্ত্রী

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অসমের চা-এর ২০০তম বর্ষপূর্তিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই প্রাণবন্ত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া শ্রমিকদের প্রতি এটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। আজ বরাক উপত্যকার তিনটি জেলার একটি আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং আমি আনন্দিত যে এগুলি ইতিহাসের অংশ হয়ে উঠবে।

শিলচরে ঝুমুরনৃত্যের চূড়ান্ত মহড়া পরিদর্শনে ঢোল বাজালেন দুই মন্ত্রী
শিলচরে ঝুমুরনৃত্যের চূড়ান্ত মহড়া পরিদর্শনে ঢোল বাজালেন দুই মন্ত্রী

Author

Spread the News