মালুগ্রামের দ্যা অ্যাপোসলস্ ক্লাবের কালীপূজায় থিম বাংলা ভাষার ‘বর্ণমালা’

বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : শিলচর মালুগ্রামের দ্যা অ্যাপোসলস্ ক্লাবের কালীপূজায় সবসময়ই পুজো দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ। ক্লাবটি প্রতি বছর ঐতিহ্য ধরে একটি বিশেষ থিম বা ধারণার উপর ভিত্তি করে পূজার আয়োজন করে আসছে। এই পুজোতে বিগত সময়ে তাদের থিম ছিল স্বপ্নের উড়ান, বড়াইল পাহাড়ের উল্লুক, কাজিরাঙার গণ্ডার নিধন, প্লাস্টিক বর্জন, শিশুদের পুতুল, আরজি কর ইত্যাদি থিম। এবছর ৩৫ তম বর্ষে পদার্পণ করেছে অ্যাপোসলস্ ক্লাবের পুজো। আর এবারের কালী পূজায় নিয়ে এসেছে একটি নতুন থিম।
এবারের থিম হচ্ছে বাংলা ভাষার ‘বর্ণমালা’। অ – অজগর, আ -আম, ক-কালী ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পুরো মণ্ডপে থিম হিসেবে তুলে ধরা হয়।

দ্যা অ্যাপোসলস্ ক্লাবের কালীপূজা কমিটির প্রচার সচিব জয়দীপ চক্রবর্তী জানান, বর্তমান শিশু -কিশোর তথা নবপ্রজন্ম নিজের মাতৃভাষা সম্পর্কে অবহিত নয়। নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলার প্রতি পরিচয় করিয়ে দিতেই মন্ডপের চারপাশ ‘বর্ণমালা’ সাজিয়ে তোলা হয়। সেই সঙ্গে নতুন প্রজন্মের সামনে আশীর দশকের হারিয়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শন করা হয়। এতে পুরো মণ্ডপ জুড়ে ডায়েলিং টেলিফোন,টচ লাইট, হারিকেন, সাটার থাকা টিভি,টেপ রেকর্ড, রেডিও ইত্যাদি প্রদর্শন করা হয়।
জয়দীপ জানান, পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সচেতনতামূলক পরিবেশ বান্ধব হিসেবে চটের উচ্চ মণ্ডপ। আলোকসজ্জায় অযোধ্যার রামমন্দিরের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। প্রধান রাস্তায় তোরণ ও আলোর রোশনাই রামমন্দিরের প্রতিচ্ছবি তুলে ধরা হয়।

তিনি জানান, অ্যাপোসলস ক্লাবের কালীপূজা শিলচরের একটি জনপ্রিয় এবং বিশেষ আকর্ষণীয় পূজা। অ্যাপোসলস ক্লাবের কালীপূজা শিলচরে বহু বছর ধরে চলে আসছে এবং এটি দর্শনার্থীদের কাছে একটি বিশেষ স্থানে রয়েছে। প্রতি বছর ক্লাবের পুজো দেখতে দর্শনার্থীদের মালুগ্রামের দিকে উল্টো স্রোত বয়ে যায়। এই পূজা কমিটির সভাপতি মহিতোষ মণ্ডল, সম্পাদক অমিতাভ দেব, সহ-সভাপতি সঞ্জয় দেব এবং অন্যতম কর্মকর্তা হিসেবে বিপ্লব নাথ বাপ্পা পুরকায়স্থ, পিয়াল দেব, মণিষ বণিক প্রমুখ রয়েছেন।

তিনি জানান, তাঁদের পুজোয় তিন দিনের প্রদর্শনী থাকবে। পাশাপাশি প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শিলচরের পুজোপ্রেমীদের পুজো দর্শনে সপরিবারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

