গরু চরাতে গিয়ে পা পিছলে নদী পড়ে মৃত্যু কিশোরের
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : ধুবড়ির চাপাড়ের খুতাপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। গরু চরাতে গিয়ে পা পিছলে নদী পড়ে মৃত্যু ঘটল ১৪ বছর বয়সী ওসারকোনি নামে কিশোরের। তিনি ময়নুল ইসলামের ছেলে। চাপাড় থানার অন্তর্গত হালদিবাড়ি গ্রামের বাসিন্দা।
সূত্র অনুযায়ী, যুবকটি গরু চরাতে খুতাপাড়া এলাকায় এসেছিল। এক সময়, সে দুর্ঘটনাক্রমে পিছলে পড়ে যায় নিকটবর্তী একটি নদীতে। স্থানীয়রা শিশুটিকে জলে হাবুডুবু খেতে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে।
এরপর উদ্ধার করে চাপাড় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর, চাপাড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই দুঃখজনক ঘটনার ফলে পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।

এ দিকে, ধাকুয়াখানার হাউজ গ্রামে আরেকটি এমন ঘটনা ঘটেছে। দেবাশীষ দাস নামের এক শিশু তার বাড়ির কাছে খেলার সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে মারা যায়।