সুপার ডিভিশন ক্রিকেট: শেষ চারের লাইন আপ কার্যত চূড়ান্ত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের লিগ ম্যাচের শেষ চারের লাইন আপ  কার্যত চূড়ান্ত হয়ে গেল। যদিও রবিবার ইউনাইটেড ক্লাবের বিপক্ষে উধারবন্দ টেবিল টেনিস ক্লাব বিশাল ব্যবধানে জয়লাভ করে, তাহলেই কিছুটা হেরফের হতে পারে। বর্তমান ক্রম অনুযায়ী সেরা চারটি দল হল যথাক্রমে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইটখলা অ্যাথলেটিক ক্লাব ও ইউনাইটেড ক্লাব। পাঁচ নম্বরে টিটি ক্লাব এবং সবশেষে এ ডিভিশনে অবনমন ঘটা ত্রিবেণী ক্লাব।  প্রথম চারটি দলের পয়েন্ট ১২। টিটি ক্লাবের সংগ্রহ ৮ পয়েন্ট। রবিবার জিতলে চার থেকে এক নম্বরে পৌঁছে যাবে ইউনাইটেড। তখন ইটখলার সঙ্গে সেমিফাইনাল খেলবে। আর, রবিবার টিটি ক্লাব কম ব্যবধানে জিতলে ইন্ডিয়া ক্লাব ও ইউনাইটেড শেষ চারে মুখোমুখি হবে।

এবার শনিবারের ম্যাচে ফেরা যাক। আগে ব্যাট করতে নেমে ইটখলা অ্যাথলেটিক ক্লাব ৪০ ওভারে ৭ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে। অভিষেক ঠাকুরি ৬৬ এবং ঋষভ দীপক অপরাজিত ৩০ রান করেন। বিপক্ষের নীহার পাল দুই উইকেট নেন। জবাবে জয়দীপ সিংয়ের অপরাজিত ৮৩ রানে ভর করে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ২০৬ রান তুলে ফেলে ইউনাইটেড। তুষার কান্তি আয়ানকে ছক্কা মেরে জয়সূচক রান তুলেন ম্যান অব দ্যা ম্যাচ হ‌ওয়া জয়দীপ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন এসিএ আম্পায়ার মন্টু শুক্লবৈদ্য। ইউনাইটেড ক্লাবের বাকি ব্যাটারদের মধ্যে সানজাও ব্রহ্ম ৪৩, পারভেজ আজিজ ২৩ এবং সুকান্ত দে ২১ রান করেন। ইটখলার সাদিক ইমরান চৌধুরী তিনটি এবং অনুরাগ সিনহা দুই উইকেট নেন। এদিনের ম্যাচ পরিচালনায় ছিলেন সঞ্জীব রাই ও অভিজিৎ দাস। স্কোরার দীলিপ কুমার দাস।

সুপার ডিভিশন ক্রিকেট: শেষ চারের লাইন আপ কার্যত চূড়ান্ত
Spread the News
error: Content is protected !!