হাইলাকান্দিতেও শুরু সাংস্কৃতিক বিভাগের গ্রীষ্মকালীন কর্মশালা 

বরাক তরঙ্গ, ১১ জুলাই : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবছর ও  বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। এ মর্মে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় সাংস্কৃতি বিভাগের কর্মশালা আনুষ্ঠানিকভাবে সূচনা হয় জেলার দু’টি বিধানসভার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে। তার মধ্যে রয়েছে ১২১ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শহরের ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং লক্ষীনগর হাইস্কুল এবং ১২২ নং আলগাপুর-কাটইছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরের পিএমশ্রী প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুল এবং জামিরা অঞ্চলের জামিরা পিএমশ্রীর জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলে। এই চারটি স্থানে আগামী পনেরো দিন ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত, নাটক, চিত্রাঙ্কন ইত্যাদির উপর প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি থাকবে যোগাভ্যাস এবং খেলাধুলা হলে জানান হাইলাকান্দি জেলায় সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার দীপমালা গোয়ালা ও শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায়। জেলা কমিশনার নিসর্গ হিবরে ইতিমধ্যে এক নির্দেশে বিধানসভা কেন্দ্রের ভিত্তিক এক পরিচালন সমিতি ও গঠন করে দিয়েছেন। এতে উভয় বিধানসভা কেন্দ্রের পরিচালনা সমিতির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সমূহের পরিদর্শক তাপস দত্ত। সদস্য সচিব হিসেবে রয়েছেন জেলার সাংস্কৃতিক  উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়। তাছাড়া ও সদস্য হিসেবে রয়েছেন হাইলাকান্দি খণ্ড শিক্ষাধিকারিক মনোজ কৈরী, কাটলিছড়া খণ্ডশিক্ষা আধিকারিক নজমুল হক লস্কর, ইন্দ্র কুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দীপক চক্রবর্তী, লক্ষীনগর মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায়, পিএমশ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী, পিএমশ্রী প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সত্যব্রত পুরকায়স্থ, অনুভা দাম, শংকর চৌধুরী, রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

শুক্রবার হাইলাকান্দি ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের কর্মশালার সূচনা লগ্নে ফিতাকেটে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তারপর প্রদীপ প্রজ্বলন করেন বর্ষীয়ান তবলা শিক্ষক তথা স্কুল পরিচালনা সমিতির সদস্য সত্যব্রত পুরকায়স্থ, কাটলিছড়া শিক্ষা খণ্ডের শিক্ষা আধিকারিক নজমুল হক লস্কর, প্রশিক্ষক দীপশংকর পাল, রিমন দেব, জ্যোতিষ ডেকা প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সুদর্শন মিউজিক অ্য়াকাডেমির দুই ছাত্রী। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা সমিতির সদস্য শংকর চৌধুরী। তিনি বলেন রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে তৃতীয় বছরের মত এই গ্রীষ্মকালীন কর্মশালা হাইলাকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে। এবছর ১৫ দিনব্যাপী জেলার দুইটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালা আয়োজিত হচ্ছে। কাটলিছড়া খণ্ড শিক্ষা অধিকারিক নজমুল হক লস্কর বলেন  জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এক প্রস্তুতি সভা আয়োজন করে গ্রীষ্মকালীন শিবির সুচারুরূপে আয়োজন করতে সরকার প্রদত্ত নির্দেশিকা সঠিকভাবে বলবৎ করতে  আয়োজকদের পরামর্শ দেন। প্রসঙ্গত শিব দুর্গা ক্লাব জেলার চারটি স্থানে এই কর্মশালা আয়োজনের দায়িত্বে রয়েছে।

তাছাড়াও এদিন হাইলাকান্দি বিধানসভার অপর কেন্দ্র লক্ষীনগর মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন স্কুলের অ্য়াকাডেমিক সংযোজক তথা সহকারী শিক্ষক কনওয়ার লাল ছত্রী, এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক দীপককুমার যাদব, গ্রাম পঞ্চায়েত সদস্য মহেশ রাই এবং চম্পক ঘোষ। তাছাড়া প্রশিক্ষক। অনুরণ ভট্টাচার্য ও নারায়ণ দেব।

অন্যদিকে, আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএমশ্রী প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবী ড. মিলন দাস, সমাজ কর্মী কাইদুল আলম বড়ভূইয়া, এসএমডিসি উপসভাপতি রফিক উদ্দিন বড়ভূইয়া, বিধান সভা কমিটির সদস্য তথা শিক্ষক ইবজল আহমেদ মজুমদার, স্কুলের একাডেমিক ইনচার্জ আব্দুর রহমান লস্কর, বিজু মালাকার, সুতপা পুরকায়স্থ, আফতাব উদ্দিন মজুমদার, আফতাব উদ্দিন মজুমদার, ড. এলানুর হোসেন লস্কর, কামাল উদ্দিন,প্রশিক্ষক সঞ্চিতা চন্দ সহ অন্যান্যরা। তাছাড়া পিএমশ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলে ও এদিন শুরু হয় বলে জানান স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকি। এদিন বিধান সভা সমিতির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, প্রশিক্ষক অরিন্দম রক্ষিত সহ স্থানীয় সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News