পাথারকান্দিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশাল বিজয়া সম্মেলন ও পথ সঞ্চালন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার পাথারকান্দি খণ্ডে একটি বিশাল বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে স্বয়ংসেবক ও সমর্থকদের উপস্থিতিতে। অনুষ্ঠানের সূচনা হয় ধ্বজ উত্তোলন এবং প্রার্থনার মাধ্যমে, যা অনুষ্ঠানের আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশকে আরও উজ্জ্বল করে তোলে।
দু’ঘণ্টার প্রস্তুতির পর দুপুর ২-৪০ মিনিটে শুরু হয় পথ সঞ্চালন। সঞ্চালনটি মুণ্ডমালা খেলার মাঠ থেকে পেট্রোল পাম্প হয়ে আবার মুন্ডমালায় ফিরে এসে সমাপ্ত হয়। এতে প্রায় দুশতাধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন এবং বিভিন্ন শারীরিক প্রদর্শনী, ক্রীড়া ও সামরিক ব্যায়ামের মাধ্যমে তাদের দক্ষতা ও একতা প্রদর্শন করেন।
পথ সঞ্চালনের পর অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে অমৃত বচন একক গীতের মাধ্যমে। এরপর প্রধান অতিথি তাঁর বৌদ্ধিক বক্তব্য প্রদান করেন এবং জেলা কার্যবাহের বৌদ্ধিক বক্তব্য অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান, কাছাড় জেলার DPM রাহুল ঘোষ, প্রধান বৌদ্ধিক দাতা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রীভূমি জেলার কার্যবাহ মনোজ দাস।
অংশগ্রহণকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো ছিল, যা স্বয়ংসেবক সংঘের সর্বস্তরের সম্প্রদায়িক অংশগ্রহণকে তুলে ধরে। অনুষ্ঠানে প্রায় ২০৪ জন স্বয়ংসেবক অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মীন-পশু পালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, যা অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।