“জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন” প্রয়োগের দাবি রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আজ দেশের অন্যান্য অংশের সঙ্গে শিলচরেও জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের অধীনস্থ রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের কাছাড় জেলা কমিটি দেশে “জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন” প্রয়োগ করে এর রূপায়ণের দাবি জানিয়েছে।
এই মর্মে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে হস্তান্তর করা হয়। এতে আশংকা প্রকাশ করে বলা হয় যে জন বিস্ফোরণ আটকাতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।আর দেশের জনসংখ্যা ১৪০ কোটি পেরিয়ে যাওয়াটা একটি অশনি সঙ্কেত। কাজেই দেশের সামগ্রিক স্বার্থে সত্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবৎ করতে হবে।
রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের কাছাড় জেলা কমিটির সভাপতি হারাণ দে, সাধারন সম্পাদক নরেন্দ্র দাস ; তিন উপ সভাপতি সুশান্ত কুমার সেন, বিপ্লব পাল চৌধুরী ও অরুণ বিশ্বাস এবং কার্যকরী কমিটির দুই সদস্য জগতজ্যোতি রায় ও মনোজকুমার দাস জেলা আয়ুক্তের হাতে এই স্মারক লিপি হস্তান্তর করেন।