চাপের মুখে পিছু হব না : দঃ কোরিয়ার প্রেসিডেন্ট

১২ ডিসেম্বর : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল বর্তমানে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি। সাম্প্রতিক সময়ে তার সামরিক আইন ঘোষণাকে ঘিরে পদত্যাগ বা অভিশংসনের দাবি জোরালো হয়েছে। তবে, ইউন স্পষ্ট জানিয়েছেন তিনি এই চাপের মুখে পিছু হটবেন না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার এক আকস্মিক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন বলেন, তিনি দেশের গণতন্ত্র রক্ষা এবং বিরোধী দলের “সংসদীয় স্বৈরতন্ত্র” প্রতিরোধের জন্য সামরিক আইন ঘোষণা করেছিলেন। তিনি এটিকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার “ধ্বংস রোধের” জন্য একটি আইনি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ইউনের এই ঘোষণার পর থেকে তাকে অভিশংসনের দাবি ক্রমেই বাড়ছে। বিরোধী দল আগামী শনিবার প্রেসিডেন্টের অভিশংসনের জন্য আরেকটি ভোট করার পরিকল্পনা করেছে এবং এটি সফল না হলে প্রতি সপ্তাহে নতুন ভোটের ঘোষণা দিয়েছে। তবে গত সপ্তাহে ইউনের নিজ দলের সদস্যদের ভোট বয়কটের কারণে অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়েছিল।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!