পুত্র সন্তানের জন্ম দেয়নি স্ত্রী, যমজ কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা

৩০ মার্চ : স্ত্রী জন্ম দিয়েছেন যমজ কন্যাসন্তানের। তবে সন্তান লাভের আনন্দে বিভোর না হয়ে ৫ মাসের দুই কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা করলেন বাবা। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের সিকর জেলার নিম কা থানা শহরে। অভিযুক্ত অশোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, অশোকের স্ত্রী অনিতা যমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি লেগে রয়েছে। স্ত্রী কেন পুত্র সন্তানের জন্ম দেয়নি, এই ছিল অশোকের রাগের মূল কারণ। বৃহস্পতিবার তাঁদের এই অশান্তি চলাকালীন অশোক তার দুই কন্যাকে মেঝেতে আছাড় মারেন। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে অশোক ও অনিতার আরও এক কন্যা রয়েছে যার বয়স ৫ বছর। তাঁকেও এদিন হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

পুত্র সন্তানের জন্ম দেয়নি স্ত্রী, যমজ কন্যা সন্তানকে আছাড় মেরে হত্যা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক তাঁর দুই কন্যা নিধি এবং নভ্যাকে খুন করে তাঁদের দেহ মাটিতে পুতে দিয়ে লোপাট করার চেষ্টায় ছিল। কিন্তু অশোকের স্ত্রী বিষয়টি নিয়ে অভিযোগ জানান পুলিশে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অশোককে। ঘটনার তদন্ত চলছে।

Author

Spread the News