স্মাৰ্ট মিটারের বিরোধিতা ছিল সম্পূৰ্ণ ন্যায় ও যুক্তিসঙ্গত : কনজিউমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে আগের ডিজিটেল মিটার বসানোর রাজ্য সরকারের গ্রহণ করা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটি এক প্রেস বার্তায় জানায় যে জীবনধারা ও সাধারণ নাগরিকদের মধ্যে ‘ক’ শ্ৰেণীর বিদ্যুৎ গ্ৰাহকদের নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে সরকার পূর্বের ডিজিটেল মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বলে আজ সংবাদ মাধ্যমে সংবাদ প্ৰকাশিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত প্ৰমাণ হল যে, অসমের জনগণের প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরোধিতা করা ছিল সম্পূৰ্ণ ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত। প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে জনগণের তীব্ৰ আন্দোলনের ফলে সরকার একপা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইতিমধ্যে জনগণের তীব্র আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ সরকার প্ৰিপেড স্মাৰ্ট মিটার বাতিল করেছে। অন্য বহু রাজ্যের সরকারও স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন স্থগিত রেখেছে। অসমে প্ৰিপেড স্মাৰ্ট মিটার সম্পূৰ্ণ বাতিল হতেই হবে।কনজিউমার্স অ্যাসোসিয়েশন  সরকারের কাছে পুনরায় দাবি উত্থাপন করছে যে, ইতিমধ্যে স্থাপন করা স্মাৰ্ট মিটার গুলো সরিয়ে পূৰ্বের ডিজিটেল মিটার ফিরিয়ে দিতে হবে এবং নতুন করে স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করতে হবে।

স্মাৰ্ট মিটারের বিরোধিতা ছিল সম্পূৰ্ণ ন্যায় ও যুক্তিসঙ্গত : কনজিউমার্স অ্যাসোসিয়েশনের
Spread the News
error: Content is protected !!