বদরপুর ঘাটের স্লুইচ গেটটি পরিদৰ্শন মন্ত্রী হাজরিকার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ জুন : রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা বদরপুর ঘাট এলাকায় থাকা জলসম্পদ বিভাগের স্লুইচ গেটটি পরিদৰ্শন করেন। রবিবার বিকেলে করিমগঞ্জ আসার পথে গেটটি পরিদর্শন করেন। এবিষয়ে জলসম্পদ বিভাগের আধিকারিকদের সমস্যা সমাদানের করতে জরুরীকালীনভাবে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করার জন্য নিৰ্দেশ দেন।

এ দিন মন্ত্রী করিমগঞ্জ-শিলচর জাতীয় সড়কের বদপুরের শ্ৰীগৌরীর বরাক নদীর ভাঙনস্থল পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, এই ভাঙ্গন রোধের জন্য জলসম্পদ বিভাগ জরুরীকালীয় ভাবে কাজ চালিয়ে আসছে। এও বলেন, এই স্থানে  জলসম্পদ বিভাগে ৫০০ মিটার জায়গার ভাঙনের স্থায়ী ভাবে প্রতিরোধ করার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত স্থানীয় জনগণকে প্ৰতিশ্ৰুতি দেন।

বদরপুর ঘাটের স্লুইচ গেটটি পরিদৰ্শন মন্ত্রী হাজরিকার

পরিদৰ্শনকালে মন্ত্রী সঙ্গে ছিলেন চার
বিধায়ক কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল,  বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচাৰ্য, জেলাশাসক মৃদুল যাদব সহ জলসম্পদ বিভাগের প্রকৌশলী  সহ অন্যান্যরা।

Author

Spread the News