মেঘভাঙা বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়ানক হিমাচলে, মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯
৫ জুলাই : বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। অবিরাম ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমেছে বহু জেলায়। রাজ্যের পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে। মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জেরে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯। নিখোঁজ বহু মানুষ। আহত ১০০ জনের বেশি। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০০ কোটিরও বেশি। হিমাচলের সব জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বেশ কিছু রাজ্যে যেগুলি হল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও রাজস্থানের পূর্বাংশে।
এই দুর্যোগের জেরে ২০জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৯ জনের। শুধুমাত্র মান্ডী জেলাতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। কাংড়া জেলায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩, চম্পায় মৃত ৬ ও সিমলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুলু, লাহুল স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। রাজ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মান্ডী জেলার থুনাগ ও বাগসায়ের এলাকা। মান্ডী থেকেই নিখোঁজ হয়েছে ৪০ জনের বেশি। বিপুল প্রাণহানির পাশাপাশি সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ৪০০ কোটি সম্পত্তির ক্ষতি হয়েছে। উদ্ধারকার্যের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদেরও সন্ধান চালাচ্ছে বিপদ মোকাবিলা বাহিনী। পাশাপাশি চলছে ত্রাণের কাজ।
সমাজমাধ্যমে এই পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারী বৃষ্টির জেরে দেশের বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত। তিনি গুজরাত, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। পর্যাপ্ত পরিমাণে এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
