ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি শ্রীভূমিতে, হাতাহাতি

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শ্রীভূমিতে 
১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পিকেটারদের ওপর আক্রমণ করল ধর্মঘট বিরোধীরা। মুন্সি কোর্ট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত চলে দু’পক্ষের হাতাহাতি। এতে অল্পবিস্তর আহত হয়েছেন চারজন আন্দোলনকারী। এ ছাড়াও অর্ধ শতাধিক পিকেটার গ্রেফতার হয়েছেন বলে জানা যায়। প্রশাসন অ্যালার্ট রয়েছে। দিচ্ছে টহল।

উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহুত আজ ১২ ঘণ্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘট ডাক দেয়।

Spread the News
error: Content is protected !!