উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ, প্রবল বৃষ্টিতে  দার্জিলিং ও কালিম্পঙে প্রায় ২০ জনের মৃত্যু

৫ অক্টোবর : বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের খবর এসেছে। গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) অঞ্চলে এখন পর্যন্ত ২০ জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

মিরিক ও সুখিয়া এলাকায় ধস এবং সেতু ভেঙে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছ। সুখিয়ায় মারা গিয়েছে ৪ জন। ধসের কারণে একাধিক রাস্তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল প্রশাসন। সেইমতই শনিবার রাতেই দার্জিলিং-সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়। সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। তিস্তার জল বেড়ে জাতীয় সকড় ছুঁয়েছে। তিস্তার জল বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তিস্তা বাজারের কাছে ২১ মাইল ভালুখোসায় ১০ নম্বর জাতীয় সড়ক।

প্রবল বৃষ্টিতে শনিবার রাতেই মিরিক ও দুধিয়ার মধ্যে লোহার সেতু ভেঙে যায়। যার কারণে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ ছিন্ন হয়েছে। দিলরামের কাছে রাস্তায় ধস নামে। যার কারণে দার্জিলিং-এ যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বলা যেতে পারে প্রবল বৃষ্টির কারণে পাহাড় আর সমতলের যোগাযোগ সকড়পথে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মিরিকের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে, মিরিকে ৫টি দেহ উদ্ধার হয়েছে। আগেই দুটি দেহ উদ্ধার করা হয়েছিল। সুখিয়ায় চার জনের দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে বিপর্যয়ের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছে প্রশাসনের একাংশ।

Spread the News
error: Content is protected !!