শতদল আচার্যের “সময়ের ছায়া” উন্মোচন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : কবি শতদল আচার্যের ‘সময়ের ছায়া’ উন্মোচিত হলো। বিশিষ্ট সাংবাদিক-কবি-লেখক অতীন দাশের বইটি উন্মোচন করেন। এছাড়া উন্মোচনে কবি অধ্যাপক সুমন গুণ, অধ্যাপক শুভব্রত দত্ত,অধ্যাপক দূর্বা দেব।

শুক্রবার প্রেমতলা স্থিত দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরীতে বইমুখর পরিবেশে  “সময়ের ছায়া” আগরতলার দৈনিক বজ্রকণ্ঠ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এদিনের বইটির উন্মোচক  অনুষ্ঠানে প্রথম উত্তরীয় দিয়ে সবাইকে সংবর্ধনা দেওয়া হয়।, উন্মোচক কবি-সাংবাদিক-অতীন দাশ বলেন এই সময়ের দাঁড়িয়ে কবিতা লিখা এক যুদ্ধের সৈনিকের মত, প্রত্যেকই ভাষা যুদ্ধের সৈনিক। এছাড়া এই বরাক উপত্যকার সাহিত্যের ইতিহাস তুলে ধরেন এই সঙ্গে এই অঞ্চলের প্রকাশনীর আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। ঐতিহাসিক সেঞ্চুরি পাবলিকেশন এর ইতিহাস আলোচনায় উঠে আসে। এই সঙ্গে শতদল এর কবিতা এই সময়ের কথা তুলে ধরছে। শতদল এই সময়ের বরাকের উজ্জ্বল এক কবি। তার কবিতার ইতিহাস, বাংলাদেশ সবই উঠে আসছে। কবি অধ্যাপক সুমন গুণ উন্মোচিত কবিতা বই এর কবিতা পাঠ করে, কবিতা নিয়ে আলোচনা করেন। শতদল এর কবিতা সময়ের সাথে পাঠক প্রিয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। অধ্যাপক দূর্বা দেব কবিতার বই এর অভিনন্দন জানান।

শতদল আচার্যের "সময়ের ছায়া" উন্মোচন

এছাড়াও বরাকের বর্তমানে ও অতীতের গ্রন্থাগার নিয়েও আলোচনায় উঠে আসে। অধ্যাপক শুভব্রত দত্ত তার বক্তব্যে শতদল এর কবিতার প্রশংসা করে বলেন সাথে বর্তমানে। সময়ের কবিতা ও মানুষকে এখনো ও ভাবায় বলে বক্তব্যে তুলে ধরেন। এরপর বিভিন্ন বক্তা শতদল এর কবিতা পাঠ ও কবিতা নিয়ে আলোচনা করেন লেখক শর্মিলা দেব কানুগো, রূপরাজ ভট্টাচার্য, শৈলেন দাস, শর্মি দে, ভাস্করজ্যোতি দাস, দেবলীনা রায়, স্বাতীলেখা রায়, নয়ন দে, রাজদীপ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী, অঙ্কিতা দে, অনন্যা মহন্ত প্রমুখ। এরপর সঙ্গীত পরিবেশন করেন দূর্বা দেব, মীনাক্ষী দত্ত। এরপর কবি শতদল আচার্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Spread the News
error: Content is protected !!