“মামুনের চিঠি” নামের চলচিত্রটির দ্বিতীয় সঙ্গীত “তুই ছাড়া” গানের ভিডিও উন্মোচন

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বরাকের আঞ্চলিক ভাষায় “মামুনের চিঠি” নামের চলচিত্রটির দ্বিতীয় সঙ্গীত “তুই ছাড়া ” গানটির ভিডিওটি ইউটিউবে গণেশ পূজার শুভলগ্নে সিদ্ধার্থ সিনহার নিজ বাসভবনে বিশিষ্টজনদের হাত ধরে উন্মোচন হল। বুধবার গনেশ চতুর্থীর দিনে বলিউড ও টলিউডে অভিনয় করা সিদ্ধার্থ সিনহার নিজ বাসভবনে আয়োজিত হওয়া গনেশ পূজাতে  বিশিষ্টজনদের হাত ধরে পঞ্চপ্রদ্বীপ প্রজলনের মাধ্যমে বরাকের আঞ্চলিক ভাষায় “মামুনের চিঠি” চলচ্চিত্রটি “তুই ছাড়া” গানটি আনুষ্ঠানিকভাবে ইউটিউব চ্যানেল “সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট” নামের চ্যানেলে ছাড়া পেয়েছে,অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহার  নির্দেশনায় মামুনের চিঠি চলচিত্রটির “তুই ছাড়া” গানটির শুটিং করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে , এতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র এবং গানটির  সঙ্গীত লেখক ও গায়ক পূরব সিনহা, ফটোগ্রাফিতে প্রাগজ্যোতি দাস, বাজনা রূপম নাথ, সহযোগী অভিনেতা আরিয়ান সিনহা, রাজেশ্বর সিনহা, বিক্রম দেবনাথ, রাজীব সিনহা, সোহেল সিনহা প্রমুখ।

এদিন তুই ছাড়া গানটি উন্মোচনের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজগোপাল সিনহা, অবসরপ্রাপ্ত সরকারি ব্যাঙ্কের ম্যানেজার ও সমাজকর্মী সুশীল কুমার সিনহা, সমাজকর্মী শ্যামকিশোর সিনহা প্রমুখ সবাই এই গানটিকে দেখা সহ ছড়িয়ে দেওয়ার জন্য বিনম্র অনুরোধ জানান।

Spread the News
error: Content is protected !!