টাউন ক্লাবকে কম্বল দিল খোঁজ
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবকে ২০টি কম্বল দিল খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। শনিবার সভাপতি দিলীপরঞ্জন নন্দী, সাধারণ সম্পাদক নন্দদুলাল রায় কোষাধ্যক্ষ বিকাশ দাসের হাতে তুলে দেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, সভাপতি ডাঃ এম মাসুম, সহসাধারণ সম্পাদক রেজোয়ান খান।
উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ৩০টি জায়গায় কম্বল বিতরণ করেছে খোঁজ।