পশু কুরবানির দৃশ্য সোসিয়াল মিডিয়ায় আপলোড না করার আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ জুন : হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুজ্জোহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার জেলার ঈদগা কমিটি এবং মসজিদ কমিটিগুলির প্রধানদেরকে নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে পুনরায় আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এডিসি অমিত পারবোসা-র পৌরোহিত্যে সভায় পশু কোরবানির কোন দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সভায় আহ্বান জানানো  হয়। পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান ঈদগা ও মসজিদ কমিটি গুলির স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সভায় প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়।

এছাড়া কোরবানির পশু বাজার থেকে নিয়ে যাবার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সভায় পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়। সভায় হাইলাকান্দি শহরে  অবস্থিত ঈদগা গুলির পাশ্ববর্তী স্থানে সাফাই অভিযান চালাতে পুরসভার প্রতি আবেদন জানানো হয়।

পশু কুরবানির দৃশ্য সোসিয়াল মিডিয়ায় আপলোড না করার আহ্বান
Spread the News
error: Content is protected !!