শহরের রাস্তার খানাখন্দ মেরামতে প্রসাশনের ভূমিকা দুর্ভাগ্যজনক, স্থায়ী মেরামতের দাবিতে সরব বিডিএফ

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিলচর সহ বরাক উপত্যকার শহরগুলোতে রাস্তার খানাখন্দ মেরামতে যেভাবে ক্ষণস্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আগামীতে সমাধানের পরিবর্তে আরো সমস্যার হেতু হবে। এনিয়ে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে শিলচর সহ উপত্যকার অন্যান্য শহরের রাস্তার অবস্থা শোচনীয়। বিভিন্ন জায়গায় খানাখন্দ দেখা দিয়েছে যার জন্য ভুগতে হচ্ছে আমজনতাকে। তিনি বলেন, সম্প্রতি বিজেপি দলের রাজ্য স্তরের মিডিয়া সেলের সম্পাদকের গাড়ি এরকম একটি গর্তে পড়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হয়েছেন। বিজেপির কর্তকর্তা তথা প্রাক্তন বিধায়ক এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এনএইচডিসিএল আধিকারিকের সাথে এই সমস্যা নিয়ে আলোচনা করতে বাধ্য হয়েছেন। প্রদীপ দত্তরায় এদিন বলেন, মুখ্যমন্ত্রীর আসন্ন বরাক সফর ও পুজোকে সামনে রেখে যেভাবে এইসব খানাখন্দের তাৎক্ষণিক মেরামত করা হচ্ছে তা মোটেই স্থায়ী হবে না এবং এরজন্য আগামীতে আরো ভোগান্তির মুখোমুখি হতে হবে আমজনতাকে। তিনি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বিডিএফ মুখ্য আহ্বায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী নেতাজি মূর্তির উদ্বোধনে শিলচর আসছেন এটা অবশ্যই খুশির খবর। তিনি বলেন, নেতাজি প্রতিটি বাঙালির হৃদয়ে রয়েছেন। প্রদীপবাবু এদিন বলেন, বিডিএফ এর তরফ থেকে তাঁরা এই উদ্বোধনের সময় শিলচর রেলস্টেশনের নাম ভাষা শহিদ স্টেশন করার চূড়ান্ত ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় দাবি জানাচ্ছেন। তিনি বলেন, এই ব্যাপারে বাকি সমস্ত কাজ হয়ে আছে শুধু ফাইলটি দিশপুরে আটকে আছে।তাই মুখ্যমন্ত্রী চাইলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, বরাকবাসীর আবেগের সাথে জড়িত এই বিষয়কে মুখ্যমন্ত্রী কতটা গুরুত্ব দেন আগামী সফরে তা বোঝা যাবে।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন, সম্প্রতি সাংস্কৃতিক মহাসভা নামে বরাকের এক সংগঠন তাঁদের সম্মেলনে বলেছেন যে বরাকের বিভিন্ন সরকারি কার্যালয়ের অধিকাংশ কর্মী স্থানীয় বাংলা ভাষায় কথা বলতে পারেন না। জয়দীপ বলেন যে এর মূল কারণ এইসব কার্যালয়ের সত্তর শতাংশ কর্মী, এমনকি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সবাই ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়োগ পেয়ে এখানে এসে কাজ করছেন। তিনি বলেন, সরকারি চাকরিতে অন্যান্য জেলায় এই উপত্যকার নাগরিকের হার নেহাৎই নগন্য। তিনি বলেন, স্থানীয় প্রার্থীদের এই নিয়োগ বঞ্চনা প্রশমনে সরকারি কোন উদ্যোগ নেই,এটি দুর্ভাগ্যজনক। তিনি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সংশোধনী পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!