বরাক-ব্রহ্মপুত্রের মধ্যে সাংস্কৃতিক সমন্বয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : অমলেন্দু
অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন প্রথমবারের মতো হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হল।শনিবার ও রবিবার হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে দুই দিবসীয় এই সম্মেলনের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন বিশিষ্ট লোক গবেষক তথা আজান-পীর জাতীয় পুরস্কার প্রাপক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। সভায় উদ্বোধক অমলেন্দু ভট্টাচার্য অসম তথা ভারতবর্ষের সংবাদ পত্র ও সাংবাদিকতার প্রেক্ষাপটে আলোচনা করতে গিয়ে কবি গানের প্রসঙ্গ টেনে আনেন। পাশাপাশি তিনি তাঁর তথ্যবহুল আলোচনায় বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। তাছাড়া তিনি এ ধরনের বৈশিষ্ট যদি সাংবাদিকরা তুলে ধরেন তাহলে এক সমন্বয় তৈরি হবে বলে অভিমত প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের কর্মনিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ দিন সভায় পৌরোহিত্য করেন রাজ্য সভাপতি মধুসূদন মেধী। শোক প্রস্তাব পাঠ করেন রাজ্য সম্পাদক মুকুট রাজ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি অনিন্দ্য কুমার নাথ। প্রসঙ্গত এদিন আগের সংবিধান কিছু দফা সংশোধনের পাশাপাশি বেশ কয়টি গুরুত্বপূৰ্ণ দফার সংযোজন করে এদিনের প্ৰতিনিধি তথা সাধারণ সভা আলোচনা মৰ্মে অনুমোদন জানায়।
অন্যদিকে, সাধারণ সম্পাদকের বাৰ্ষিক প্ৰতিবেদন পাঠ করেন সম্পাদক মুকুট রাজ শৰ্মা এবং হিসাব দাখিল করেন সংঘের কোষাধ্যক্ষ নবনীতা কলিতা৷ এদিকে, শনিবার রাতে রবীন্দ্র ভবনে অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।