ঘোষিত ‘অসম পুলিশ সাব-ইনস্পেক্টর’ পদে লিখিত পরীক্ষার ফলাফল

৬ মাৰ্চ : ঘোষণা করা হয়েছে ‘অসম পুলিশের সাব-ইনস্পেক্টর’ পদে ‘সংযুক্ত লিখিত পরীক্ষা ২০২৫’ (কম্বাইন্ড রিটেন টেস্ট ২০২৫)-এর ফলাফল। চলতি বছরের ৫ জানুয়ারি ‘স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড’ (এসএলপিআরবি) কর্তৃক ২০৩টি শূন্য পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সংযুক্ত লিখিত পরীক্ষা ২০২৫-এর ফলাফল এসএলপিআরবি-র অফিশিয়াল ওয়েবসাইট www.slprbassam.in-এ প্রকাশ করা হয়েছে।

২০৩টি শূন্য পদ যথাক্রমে আসাম পুলিশের ১৪৪টি পদ সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র বা আন-আর্মড)। সাতটি পদ সাব-ইনস্পেক্টর অব অসম পুলিশ (কমিউনিক্যাশন), এপিআরও। ৫১টি পদ আসাম কমান্ডো ব্যাটালিয়নের সাব-ইনস্পেক্টর। একটি পদ ডিজিসিডি এবং সিজিএইচজি-র অধীনস্থ অ্যসিস্ট্যান্ট ডেপুটি কন্ট্রোলার, সিভিল ডিফেন্স (জুনিয়র)।

লিখিত পরীক্ষায় উত্তীৰ্ণ প্রাৰ্থীদের এখন শারীরিক মানদণ্ড পরীক্ষা (পিএসটি) এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (পিইটি)-য় অবতীৰ্ণ হতে হবে। গুয়াহাটির কাহিলিপাড়ায় অবস্থিত চতুৰ্থ আসাম পুলিশ ব্যাটালিয়ন চত্বরে আগামী ১৭ মাৰ্চ (২০২৫) থেকে এই পরীক্ষাগুলি শুরু হবে।

ঘোষিত ‘অসম পুলিশ সাব-ইনস্পেক্টর’ পদে লিখিত পরীক্ষার ফলাফল

পিএসটি এবং পিইটি-র সময়সূচিও জারি করেছে এসএলপিআরবি। জারিকৃত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ মাৰ্চ (২০২৫) সকাল ৭:০০টা থেকে অসম পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) এবং এপিআরও-র এসআই পদপ্রার্থীদের পরীক্ষা (মহিলা প্ৰাৰ্থীদের জন্য)।
১৮ মাৰ্চ (২০২৫) সকাল ৭:০০টা থেকে আসাম কমান্ডো ব্যাটালিয়নের সাব-ইনস্পেক্টর (এবি) (মহিলা প্ৰাৰ্থীদের জন্য)। ১৯ এবং ২০ মাৰ্চ (২০২৫) সকাল ৭:০০টায় আসাম পুলিশের এসআই (ইউবি) এবং এপিআরও-র এসআই (কমিউনিক্যাশন) (পুরুষ প্ৰাৰ্থীদের জন্য)। ২১ মাৰ্চ (২০২৫) সকাল ৭:০০টায় আসাম কমান্ডো ব্যাটালিয়নের এসআই (এবি) (পুরুষ প্ৰাৰ্থীদের জন্য)। সংযুক্ত লিখিত পরীক্ষা ২০২৫ উত্তীৰ্ণ প্ৰাৰ্থীদের আগামী ৯ মাৰ্চ সকাল ১১:০০টা থেকে এসএলপিআরবি-র ওয়েবসাইট থেকে পিএসটি এবং পিইটি-র জন্য অ্যাডমিট কাৰ্ড ডাউনলোড করতে হবে।

Author

Spread the News