‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্তকে স্বাগত ভারতের
১৮ জুলাই : পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই পদক্ষেপকে ভারত-মার্কিন সন্ত্রাস দমন অভিযানের “একটি শক্তিশালী স্বীকৃতি” হিসেবেও বর্ণনা করা হয়েছে।
এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স-এ এক পোস্টে বলেন, “ভারত-মার্কিন সন্ত্রাস দমন সহযোগিতার একটি শক্তিশালী স্বীকৃতি। লস্কর-ই-তৈয়বা(LeT)-র ছায়া সংগঠন টিআরএফকে একটি ‘বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন’ (FTO) এবং ‘বিশেষভাবে মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ (SDGT) হিসেবে মনোনীত করার জন্য প্রশংসা করছি। এরা ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। সন্ত্রাসের প্রতি কোনও সহনশীলতা নয়।”
পৃথক এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর ভারত ধারাবাহিকভাবে জোর দিয়েছে। টিআরএফ-এর এই ‘পদবী’ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস দমনে গভীর সহযোগিতার একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার এক বিবৃতিতে, মিঃ রুবিও ডিপার্টমেন্ট অফ স্টেটের তরফে সিদ্ধান্ত ঘোষণা করেন যে, টিআরএফকে “বিদেশী সন্ত্রাসী সংগঠন” এবং “বিশেষভাবে মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী”-র তালিকায় যুক্ত করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, “ডিপার্টমেন্ট অফ স্টেট কর্তৃক গৃহীত এই পদক্ষেপগুলি ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পহেলগাঁও হামলার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রমাণ।”