ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সম্পর্ক বৈঠক

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহ পালন ভারত বিকাশ পরিষদের একটি অনন্য বৈশিষ্ট্য। আজ আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে দুই বিশিষ্ট শিক্ষক অধ্যাপক অনুপম দাস তালুকদার (জীবন বিজ্ঞান ও জৈব তথ্যপ্রযুক্তি বিভাগ) এবং ড. পূর্ণেন্দু দাস (কম্পিউটার বিজ্ঞান বিভাগ) এর সাথে দক্ষিণ শিলচর শাখার সদস্যদের এক সম্পর্ক বৈঠক হয়েছে। সম্পর্ক বৈঠকে ডঃ রজত শর্মাচার্য, ড. বিশ্ব রঞ্জন রায় এবং ডঃ প্রাণেশ দেবনাথের সমন্বয়ে গঠিত দক্ষিণ শিলচর শাখার সম্পর্ক বিভাগ ভারত বিকাশ পরিষদ এর উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আমন্ত্রিত অতিথিদের পারে আলোচনা করেন। বিভিপি, দক্ষিণ শিলচর শাখার সম্পর্ক প্রমুখ, অধ্যাপক হিমাদ্রি শেখর দাস জানিয়েছেন যে আমন্ত্রিত অতিথিরা পরিষদের উদ্যোগ সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন এবং বিভিপিতে সদস্য হিসেবে আগামী দিনে যোগদানের জন্য আগ্রহও প্রকাশ করেছেন।

দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী জানান যে ভারত বিকাশ পরিষদের বিভিন্ন শাখার উদ্যোগে সমগ্র দেশে এই সংস্কৃতি সপ্তাহ পালন করা হয। এর মাধ্যমে সদস্যরা একসাথে অসংখ্য কর্মসূচিতে কাজ করতে সক্ষম হন এবং নাগরিকদের মধ্যে পরিষদের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। সম্পর্ক বৈঠক সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ শিলচর শাখার সম্পাদক শঙ্কর সরকার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Spread the News
error: Content is protected !!