সোনাবাড়িঘাটে মৌলাশা বাবার মাজারের পুনর্নির্মাণ কাজের সূচনা চিস্তির

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : সোনাবাড়িঘাটের ঐতিহ্যবাহী হজরত শাহ হাফিজ মৌলাশা বাবার মাজারের পুনরসংস্কারের কাজ শুরু হল। শুক্রবার কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আজমের থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি। সঙ্গে ছিলেন বোয়ালজুরের মওলানা শাহিদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা। চৌধুরী গোষ্ঠীর কবরস্থানে থাকা মৌলাশা বাবার মাজার নতুন করে নির্মাণ ও প্রস্থর বৃদ্ধির কাজ শুরু করেন চিস্তি। প্রায় ৭০ বছর আগে মৌলাসা বাবা প্রয়াত হন। এরপর সোনাবাড়িঘাটের ওই কবরস্থানে শায়িত করা হয় বাবাকে। সময়ে সময়ে বাবার ভক্তরা মাজারের কাজ শুরু করেন এবং প্রার্থনা ও বসে পড়াশোনা করার জন্য নির্মাণ করেন একটি ছোট ঘর। ধীরে ধীরে ঘরটি বড় করা হয়। এবার মাজারটি আরও সুন্দর ও বড় করে নির্মাণ করতে কাজ শুরু করে কমিটি। জনগণের সাহায্যের টাকা দিয়ে কাজ শুরু করে কমিটি।

সোনাবাড়িঘাটে মৌলাশা বাবার মাজারের পুনর্নির্মাণ কাজের সূচনা চিস্তির

কমিটির সম্পাদক আজিজুর রহমান চৌধুরী জানান, ১৯৫০ সালে হজরত শাহ হাফিজ মৌলাশা বাবা প্রায়ত হন এবং তাঁকে সেখানে কবরস্থ করা হয়। তিনি কোরান হাতে লিখেছেন, তা আজও বিদ্যমান। মৌলাশা বাবা একজন সৎ ও সুফিবাদী ছিলেন। ছিলেন হাফিজও। মৃত্যুর পর থেকে ভক্তরা সেখানে এসে জিয়ারত সহ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে থাকেন। চৌধুরী বলেন, সর্বশ্রেণী জনগণের সহায়তায় মাজারের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে এবং তিনি সবার সাহায্য সহযোগিতা কামনা করেন।

সোনাবাড়িঘাটে মৌলাশা বাবার মাজারের পুনর্নির্মাণ কাজের সূচনা চিস্তির

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সভাপতি আয়ুব বখত মজুমদার (আবজল), চৌধুরী মসজিদের ইমাম মওলানা ওয়াহিদুল রহমান বড়ভূইয়া, নিজাম উদ্দিন চৌধুরী, সমসুর উদ্দিন আহমেদ, ময়মুল হক মজুমদার (আলম), মোকামের খাদিম ফখরুল হক মজুমদার সহ অনেকেই।

সোনাবাড়িঘাটে মৌলাশা বাবার মাজারের পুনর্নির্মাণ কাজের সূচনা চিস্তির

Author

Spread the News