ভয়াবহ দুর্ঘটনা, সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা, মৃত্যু ৩ জনের

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ভয়ঙ্কর দুর্ঘটনা! হোজাইয়ের নীল বাগানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের প্রাণহানি হয়েছে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

তীব্র গতিতে থাকা একটি সুইফট গাড়িটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনজন।গুরুতর আহত হয়েছেন একজন। তিনজন মৃতের মধ্যে, এখন পর্যন্ত একজনকেই চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তি হলেন হাফলং, মৌবলপঙের রাহুল দিবারাজ।

বাকি দু’জনের পরিচয় এখনও মেলেনি। দুর্ঘটনার শিকার হওয়া বাহনের নম্বর হল AS 02W 6439।

একজন ব্যক্তিকে গুরুতর সংকটাপন্ন অবস্থায় গুয়াহাটি পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হোজাইয়ের নতুন বাজারের বিপন সিং।
ছবি সৌজন্যে news18

Spread the News
error: Content is protected !!