প্রধানমন্ত্রীর কার্টুন এঁকে বিপাকে কার্টুনিস্ট, সুপ্রিম কোর্টেও খারিজ আগাম জামিনের আবেদন

১৫ জুলাই : দেশের প্রধানমন্ত্রী সহ আরএসএস কর্মীদের আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগ উঠেছিল কার্টুনিস্ট হেমন্ত মালব্যের বিরুদ্ধে। যার দরুন তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় মানহানির মামলা। এবার সেই হেমন্ত মালব্যের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৫ জুলাই।

বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলার শুনানির সময় বলেন, ‘এই ধরনের কার্টুনিস্ট ও স্ট্যান্ড-আপ কমেডিয়ানরা বাকস্বাধীনতার নামে নিজেদের সীমানা অতিক্রম করে ফেলছেন। এটি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।’

এর আগে ৩ জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্টও হেমন্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। যদিও হেমন্তের দাবি, যে কার্টুনটি ঘিরে এত বিতর্কের জন্ম সেই কার্টুনটি ২০২০ সালে কোভিড মহামারীর সময় প্রকাশিত হয়েছিল। তাঁর আরও দাবি যে, চার বছর ধরে কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলেও, এখন সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, কার্টুনটির মাধ্যমে তিনি স্যাটায়ার ধর্মী রাজনৈতিক ও সামাজিক মন্তব্য করেছেন, কাউকে ব্যাক্তিগত আক্রমণ করেন নি।

প্রসঙ্গত, গত মে মাসে ইন্দোরের লাসুদিয়া থানায় হেমন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন স্থানীয় এক আইনজীবী তথা আরএসএস কর্মী বিনয় যোশি। এরপরেই মধ্যপ্রদেশ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন হেমন্ত। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এবার শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল তাঁর আগাম জামিনের আবেদন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

প্রধানমন্ত্রীর কার্টুন এঁকে বিপাকে কার্টুনিস্ট, সুপ্রিম কোর্টেও খারিজ আগাম জামিনের আবেদন
Spread the News
error: Content is protected !!