শ্রীভূমিতে প্রতি কুইন্টাল ধানের মূল্য ২৩০০ টাকা, জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শ্রীভূমির জেলা আয়ুক্ত, পুলিশ সুপারকে লেখা এক পত্র যোগে বর্তমান খারিফ মরসুমে জেলার কৃষকদের উৎপাদিত ধান জেলার বাহিরে যাতে সরবরাহ না করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। এতে জানানো হয়েছে যে ২০২৫-২৬ খারিফ মরসুমে কৃষকদের কল্যাণে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে ধান সংগ্রহের নূন্যতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি ২৩০০ টাকা ধার্য করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, শ্রীভূমি জেলা থেকে সড়ক পথে রাজ্যের অন্যান্য জেলায় এবং বর্হিরাজ্যে সমর্থন মূল্য থেকে কম মূল্যে ধান সরবরাহ করার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকার থেকে শ্রীভূমি জেলায় ৩ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্র ধার্য করা হয়েছে এবং ভারতীয় খাদ্য নিগম ও আসাম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে ধান সংগ্রহ প্রক্রিয়া চলছে। তাই ধান সংগ্রহের জন্য জেলা পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুসারে, স্থানীয় কৃষকদের কল্যাণে ও তাদের বৃহত্তর স্বার্থে এবং জেলায় ধান সংগ্রহের ধার্য লক্ষ্য মাত্রায় উপনীত হতে শ্রীভূমি জেলা থেকে জেলার বাহিরে আগামী ৩১জুলাই পর্যন্ত ধান সরবরাহের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, শ্রীভূমি জেলা থেকে অন্য জেলা বা বর্হিজেলায় ধান সরবরাহ পুরোপুরি সিল করে দিতে পত্রে উল্লেখ করা হয়েছে।

শ্রীভূমিতে প্রতি কুইন্টাল ধানের মূল্য ২৩০০ টাকা, জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ
শ্রীভূমিতে প্রতি কুইন্টাল ধানের মূল্য ২৩০০ টাকা, জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ

Author

Spread the News