প্যরাসিটামল সহ একাধিক ওষুধের দাম বাড়ল

১ এপ্রিল : আজ, ১ এপ্রিল থেকে প্যারাসিটামল সহ প্রায় ৯০০টি ওষুধের দাম বাড়ল ১.৭৪ শতাংশ। অ্যান্টিবায়োটিক ‘অ্যাজিথ্রোমাইসিন’ ২৫০ মিগ্রার দাম ১১.৮৭ টাকা, ৫০০ মিগ্রার ২৩.৯৮ টাকা হয়েছে। ‘অ্যাসিক্লোভির’ ২০০ মিগ্রার দাম ৭.৭৪ টাকা, ৪০০ মিগ্রার ১৩.৯০ টাকা। পেনকিলার ‘ডিক্লোফেনাক’ ২.০৯ টাকায় মিলবে।

প্যারাসিটামলসহ জরুরি ওষুধ ও হার্টের স্টেন্টের দামও বেড়েছে। NPPA স্টেন্টের দাম ১.৭৪% বাড়ানোর অনুমতি দিয়েছে।

প্যরাসিটামল সহ একাধিক ওষুধের দাম বাড়ল
Spread the News
error: Content is protected !!