গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা কমল
১ সেপ্টেম্বর : পুজোর আগে স্বস্তি! কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা কমেছে। দেশের বিভিন্ন শহরে সিলিন্ডারের দাম ৫১.৫০ টাকা পর্যন্ত কমেছে। এবারও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
দাম কমার পর, এখন দিল্লি (Delhi)-তে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা থেকে কমে ১,৫৮০ টাকা হয়েছে। কলকাতা (Kolkata)-য় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৩৪.৫০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১,৬৮৪ টাকা। মুম্বই (Mumbai)-তে আগের দাম ছিল ১৫৮২.৫০ টাকা। এখন তা কমে হয়েছে ১৫৩১.৫০ টাকা। চেন্নাই (Chennai)-তে সিলিন্ডারের দাম ১৭৮৯ টাকা থেকে কমে হয়েছে ১৭৩৮ টাকা। এদিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। তবে পুজোর আগে এমন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা।