দাম কমল একাধিক ওষুধের

৪ আগস্ট: এনপিপিএ (National Pharmaceutical Pricing Authority) ৩৫টি প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস কমাচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে, বেশ কয়েকটি প্রচলিত হার্টের সমস্যার ওষুধ। কয়েকটি অ্যান্টিবায়োটিকের দামও কমানো হচ্ছে। প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন কম্বিনেশনের ওষুধ। সিটাগ্লিপটিন এবং মেটফর্মিনের মতো অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের দাম কমছে।

Spread the News
error: Content is protected !!