হাইলাকান্দি রোটারি ক্লাবের সভাপতি ও সম্পাদক দায়িত্ব নিলেন

বরাক তরঙ্গ, ৭ জুলাই : হাইলাকান্দি রোটারি ক্লাবের ২১তম বোর্ড দায়িত্ব ভার সমঝে নিল। রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি রোটারি ক্লাব প্রেক্ষাগৃহে এক ওনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২১ তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে ত্রিদিবেশ চক্রবর্তী ও কামাল হোসেন চৌধুরী দায়িত্ব ভার সমঝে নেন বিভাভূষণ চক্রবর্তী ও ইন্দ্রনীল চক্রবর্তীর কাছ থেকে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজোরাম বিশ্ব বিদ্যালয়ের গন জ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক সায়ন দে।

এদিন সভাপতি ত্রিদিবেস চক্রবর্তী তার নতুন ডিরেক্টর স্যার ঘোষণা করেন। এতে আই পি পি হিসাবের আছেন সদ্য সভাপতি বিভাভূষণ  চক্রবর্তী, উপসভাপতি ইন্দ্রনীল চক্রবর্তী, সম্পাদক কামাল হোসেন চৌধুরী, কোষাধক্ষ্য প্রীতিকণা পাল, এডিটর ইন্দ্রনীল চক্রবর্তী, ক্লাব সার্জেন্ট ডাঃ মানবনাথ, প্রচার সচিব কামাল হোসেন চৌধুরী, ক্লাব ট্রেনর হারকিশোর চন্দ্র, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান শংকর চৌধুরী, পাবলিক ইমেজ চেয়ারম্যান বিজয়িনী ভট্টাচার্য ক্লাব, অ্যাডম

Author

Spread the News