পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর, সভাস্থলও পরিদর্শন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বহুল প্রতীক্ষিত সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার জোয়ার বইছে দলীয় নেতাকর্মী মহল সহ সমগ্র পাথারকান্দি অঞ্চলে। এই সফরকে স্মরণীয় করে তুলতে রবিবার রাতে পাথারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃত্ব এবং শতাধিক উদ্দীপিত কর্মী-সমর্থক। বৈঠকে মুখ্যমন্ত্রীর আগামীর কর্মসূচি, নিরাপত্তা, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পল বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার এই সফর শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং পাথারকান্দির মানুষের সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও জনসংযোগের এক নতুন অধ্যায়ের সূচনা। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কর্মসূচি স্মরণীয় হয়ে থাকবে। বৈঠকে উপস্থিত নেতা কর্মীরাও উচ্ছ্বাস প্রকাশ করে জানান, মুখ্যমন্ত্রীর এই সফর তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। তারা বিশ্বাস করেন, পাথারকান্দিতে এই কর্মসূচির মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর পাথারকান্দি মণ্ডলকে সাংগঠনিক দিক থেকে আরও সুসংহত করবে এবং কর্মীদের মাঝে নতুন উদ্যম জাগিয়ে তুলবে। একইসঙ্গে এটি সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও নিবিড় ও শক্তিশালী করে তুলবে।
সবমিলিয়ে, পাথারকান্দি এখন মুখিয়ে আছে সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়, যখন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দলীয় কর্মীদের সঙ্গে একত্রিত হবেন এবং জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা তুলে ধরবেন।
এদিকে, বৈঠক শেষ মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাথারকান্দি বুক চিরে ন্বয়ে যাওয়া অসম ত্রিপুরা জাতীয় সড়কে পাশের মন্ডলামা খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা,স্থলের সহ সভা মঞ্চ নির্মানকাজের অগ্রগতি খোজ নিয়ে পুরো সভা স্থল পরিদর্শক করেও দেখেন।